ভারতের বিপক্ষে প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছে ১৮৮ রানে। তবে এই টেস্টে প্রাপ্তি জাকির হাসানের শতরান। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ ক্রিকেটার তিনি। সেঞ্চুরির পর পেয়েছেন বিরাট কোহলি-রাহুল দ্রাবিড়ের বাহবা।
সবশেষ টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা পেলেন ওপেনার জাকির। সাগরিকায় পঞ্চম দিনের খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসেন অধিনায়ক সাকিব। সেখানে অভিষিক্ত ক্রিকেটার জাকিরের প্রসঙ্গে টাইগার ক্যাপ্টেনের আশাবাদ- ভবিষ্যতে জাকির আরো সেঞ্চুরি করবে।
যেমনটা বলছিলেন সাকিব, ‘জাকির হাসান ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে। তাই আমরা তাকে দলে নিয়েছি। আশা করা যায়, তিনি বাংলাদেশের হয়ে আরও অনেক সেঞ্চুরি করবেন।’
এছাড়া সাগরিকার উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল বলেও জানান সাকিব। একইসঙ্গে ভারতীয় বোলারদেরও কৃতীত্ব দিতে ভুলেননি টাইগার এই অধিনায়ক।
সাকিব বলেন, ‘ব্যাট করার জন্য এটি সত্যিই একটি ভাল উইকেট ছিল। কিন্তু আমরা প্রথম ইনিংসে ভাল ব্যাটিং করিনি। ভারত যেভাবে বোলিং করেছে তাদের অনেক কৃতিত্ব দিতেই হয়।
তারা পার্টনারশিপে বোলিং করে চাপ তৈরি করেছে।’ সাকিব আরও বললেন,‘আমাদের পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে ভারতের বিপক্ষে ফল পেতে হলে আমাদের চারটি ভালো ইনিংস খেলতে হবে।’