অভিষেকে এর চেয়ে বেশি কিছু চাইতে পারতেন না আফিফ হোসেন ধ্রুব! দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম খেললেন, প্রথম ম্যাচেই কিনা ম্যান অব দ্যা ম্যাচ! এলপিএলে আফিফের দুর্দান্ত অর্ধশতকে তার দল জাফনা কিংস পেয়েছে মনে রাখার মতো এক জয়। ম্যাচ শেষে আফিফ জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের সময় আফিফের কণ্ঠে অবশ্য আক্ষেপ ঝরেছে। ৪র্থ ওভারে ক্রিজে নেমে চাপের মুখে ঝড়ো অর্ধশতক হাঁকিয়ে গড়ে দেন দলের জয়ের ভিত। ইনিংসের আরও ১০ বল বাকি থাকতে ফিরতে হয় সাজঘরে। আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে আরও কিছু রান আসতো- রইল এই আফসোস।
আফিফ জানান, ‘আউট হওয়ার বলটায় টাইমিং ভালো ছিল, কিন্তু সোজা ফিল্ডারের হাতে চলে গেছে। তখন একটু হতাশ লাগছিল। আরও ভালো ফিনিশিং করলে দলের জন্য ভালো হতো।’
তবে দলকে জেতাতে পেরে আফিফ বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এই উইকেটে দীর্ঘ সময় পর খেলতে নামলাম। শুরুতে একটু সময় নিচ্ছিলাম। সতীর্থরা আমাকে অনেক সহায়তা করেছে, মনে হচ্ছিল নিজের দেশেই খেলছি। উইকেটে সেট হওয়ার পর ব্যাট করা অনেক সহজ ছিল।’
এর আগে ইনিংসের মাজপথে আফিফ জানিয়েছিলেন, ‘দলে ডাক পাওয়ার পর মাঠে নামার জন্য রোমাঞ্চিত ছিলাম। প্রথম ম্যাচেই অর্ধশতক হাঁকিয়ে ভালো লাগছে। সতীর্থদের অনেকের সাথে বিপিএলে খেলা হয়েছে, এবার আবার খেলতে পেরে ভালো লাগছে।’ আর ক’দিন পরই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। সেখানে সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদের সাথে নাম আছে আফিফেরও। এলপিএলে আফিফের ইনিংস আইপিএলে দল পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।