সর্বশেষ

১,০০৩ ম্যাচ, ৭৯৩ গোল, ৭ ব্যালন ডি’অর, ১ বিশ্বকাপ, প্লে- মারাদোনাকে ছাড়িয়ে সর্বকালের সেরা ফুটবলার মেসি!

এতদিন একটা ট্রফিই তাঁর ক্যাবিনেটে ছিল না। যে কারণে তাঁকে দিয়েগো মারাদোনা, পেলেদের থেকে অনেকেই কিছুটা পিছিয়ে রাখতেন। কিন্তু রবিবার রাতে কাতারে সেই অধরা বিশ্বকাপও জিতলেন লিওনেল মেসি।




তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মেসিই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার?রবিবার কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি।

তারপর আর্জেন্তিনার যে দ্বিতীয় গোলটা হয়, সেটা কার্যত তৈরি করে দেন ফুটবলের রাজপুত্র। মাঝমঠের নীচ থেকে দুটি টাচে ফ্রান্সের রক্ষণকে ছন্নছাড়া করে দেন। তারপর ১০৮ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে ফের এগিয়ে দেন মেসি। পেনাল্টি থেকেও গোল করেন আর্জেন্তিনার অধিনায়ক।




শুধু ফাইনালেই যে মেসি ম্যাজিক দেখেছে বিশ্ব, তা মোটেও নয়। এবার বিশ্বকাপ দুনিয়াটা ছিল মেসির। সেই দুনিয়ায় বাকিরা খেলতে এসেছিলেন। মেসি যেন কোনও চিত্রশিল্পী হয়ে উঠেছিলেন, যিনি নিজের ইচ্ছামতো ছবি আঁকছিলেন।

তাতে কেউ কিছু করতে পারছিলেন না। এবারের বিশ্বকাপে মোট সাতটি গোল করেছেন। সবমিলিয়ে বিশ্বকাপে মোট ১৩ টি গোল করেছেন মেসি। যা আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ।

এমনকী এতদিন যে মেসির বিশ্বকাপের নক-আউট পর্বে একটিও গোল ছিল না, সেই ফুটবলের রাজপুত্র এবার রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সেই নজির গড়েছেন।




দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নিজে গোল করেছেন। দলের সতীর্থদের গোল করিয়েছেন। সবথেকে বড় কথা, বিশ্বকাপ জিতেছেন। তারপরেই স্বভাবতই প্রশ্ন উঠছে, এবার কি মেসিকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের তকমা দেওয়া যায়?এতদিনে পেলে বা মারাদোনার সঙ্গে মেসিকে সমকক্ষে রাখতেন না অনেকে।

তাঁদের বক্তব্য ছিল, দেশকে বিশ্বকাপ জেতাতে পারেননি মেসি। যে কাজটা করে দেখিয়েছেন পেলে এবং মেসি। এবার মেসিও সেই অধরা বিশ্বকাপ ট্রফিও হাতে তুলে নিলেন। দুনিয়ার কোনও সাফল্য বাকি রইল না তাঁর।




তবে অনেকের বক্তব্য, কে সর্বকালের সেরা, কে সর্বকালের অন্যতম সেরার তর্কের দরকার নেই। বরং নিজেদের ধন্য মনে করুন যে আপনি মেসির দুনিয়ায় বেঁচে আছেন।

মেসির ট্রফি ক্যাবিনেট

ফুটবল বিশ্বকাপ: এক।
কোপা আমেরিকা: এক।
অলিম্পিক্স: সোনা।
ব্যালন ডি’অর: সাতবার।
চ্যাম্পিয়ন্স লিগ: চারবার।
লা লিগা: ১০ বার।
লিগ ওয়ান: একবার।

মেসির গোল সংখ্যা

মোট ম্যাচ: ১,০০৩।
মোট গোল: ৭৯৩।
বিশ্বকাপে গোলের সংখ্যা: ১৩ (আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ)। সেইসঙ্গে আটটি অ্যাসিস্ট করেছেন। যা ১৯৬৬ সালের বিশ্বকাপ থেকে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *