সর্বশেষ

অনুশীলনে এসেও যেন মেসির ঘোর কাটছে না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের

ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন সাকিব আল হাসান, হাতে একটি ফুটবল। ওয়ার্মআপে ফুটবল খেলা বাংলাদেশ দলের জন্য নিয়মিত ঘটনাই। একটু পরই ফুটবল খেলা শুরু করলেন সাকিবরা, বাংলাদেশ অধিনায়ক নেমেছেন লিওনেল মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেই! ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর ঢাকার রাস্তায় উদ্‌যাপনও করতে দেখা গিয়েছিল সাকিবকে।




আর্জেন্টিনার তুমুল সমর্থক বাংলাদেশ অধিনায়কের ফুটবল-জ্বর যেন কাটেনি এখনো! দলের ফুটবল শুরুর আগে সাকিব যখন সিডন্সের সঙ্গে কথা বলছিলেন, ওপাশে আরেকটি ফুটবল নিয়ে কসরত করার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। একটু আগে পরীক্ষা করলেন শুকাতে দেওয়া প্যাড-গ্লাভস।

এমনিতে সূচি অনুযায়ী বাংলাদেশ দলের আজকের অনুশীলন ঐচ্ছিক। তবে দল বেলা একটার দিকে এসেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, মুশফিক এসেছেন এরও বেশ আগে।ব্যক্তিগত এ অনুশীলনের সময়ই মুশফিকের সঙ্গে দেখা হয়েছে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। দুজনকে একসঙ্গে কিছুক্ষণ কথাও বলতে দেখা গেছে, হাত দিয়ে শ্যাডো করে মুশফিককে কিছু একটা বোঝাচ্ছিলেন ভারতীয় কিংবদন্তি।




দুজন একসঙ্গে এরপর ক্যামেরার সামনে ছবির জন্য পোজও দেন।চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই মোটামুটি ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে কুলদীপ যাদবের বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ২৮ রান, দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে বোল্ড হয়েছেন অক্ষর প্যাটেলের বলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে হজের কারণে ছুটিতে ছিলেন, তার আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরেই খেলেছিলেন ১৭৫ রানের অপরাজিত ইনিংস।

সেই মিরপুরে ২২ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট।আজ ঐচ্ছিক অনুশীলন ছিল ভারত দলেরও। অধিনায়ক লোকেশ রাহুল ছাড়াও এসেছিলেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট। বিরাট কোহলি, ঋষভ পন্ত, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা ছুটিই কাটিয়েছেন।প্রধান কোচ দ্রাবিড়কে অবশ্য বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা গেছে ভারত অধিনায়ক রাহুলের সঙ্গে।




নেটে রাহুল মূলত খেলেছেন থ্রো-ডাউনেই। তবে দ্রাবিড়ের সঙ্গে গ্রিপসংক্রান্ত কিছু নিয়ে আলোচনা করতে দেখা গেছে বেশ কিছুক্ষণ।সিরিজের প্রথম টেস্টে মুশফিকের মতোই অবস্থা রাহুলের। দুই ইনিংসেই ভালো শুরু পেলেও শেষটা হয়েছে হতাশাজনকই।দুই ইনিংসেই রাহুল আউট হয়েছেন পেসার খালেদ আহমেদের বলে।

প্রথম ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে ডেকে এনেছিলেন। পরের ইনিংসে লেগ স্টাম্পের বাইরের শর্ট বল তুলে মারতে গিয়ে ধরা পড়েন ডিপ ফাইন লেগে।প্রথম ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে চাপে পড়লেও ভারত অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানেই জেতে চট্টগ্রাম টেস্ট। এবার মিরপুরে বাংলাদেশকে ধবলধোলাই করার পালা তাঁদের।দ্বিতীয় টেস্টেও ভারতের নেতৃত্ব থাকছে এমনিতে দলের সহ-অধিনায়ক রাহুলের কাঁধেই।




ওয়ানডে সিরিজে চোট পেয়ে দেশে ফিরে যাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা মিরপুর টেস্টেও থাকছেন না, জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।দ্বিতীয় ওয়ানডেতে স্লিপে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান রোহিত, আঙুলের হাড় নড়ে যায় তাঁর।অবশ্য সে ম্যাচে পরে ব্যান্ডেজ নিয়েই ব্যাটিং করে দলকে প্রায় অসম্ভব এক জয় এনে দেওয়ার কাছে চলে গিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,

রোহিতের চোট ভালোভাবেই সেরে উঠছে। তবে সামনে দেশের মাটিতে ঠাসা সূচি আছে তাদের। এ কারণে অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিসিআই।বাংলাদেশ অবশ্য নিয়মিত অধিনায়ক সাকিবকে পাচ্ছে। তবে মিরপুরে শুধুই ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন তিনি, এমন ইঙ্গিত আগেই দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *