মিরপুরে আগামী বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। ওয়ানডের মতো টেস্টেও লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে। কাল বুধবার থেকে ৬ ক্যাটাগরিতে দর্শকরা টিকিট কিনতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের সর্বনিম্ন টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। অন্যদিকে দক্ষিণ ও উত্তর গ্যালারির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ এবং ভিআইপি স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের।
এর মূল্য ১ হাজার টাকা। টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম সংলগ্ন নির্ধারিত বুথে।
ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বুথগুলোতে টিকিট থাকবে। এছাড়া সীমিত সংখ্যক টিকিট মিলবে ম্যাচের দিন সকালেও।