পাড়ার প্যান্ডেল থেকে বিয়েবাড়ি। যেদিকেই যাওয়া যায় স্পিকারে সজোরে বাজছে ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা…’। গানটি যে ব্যাপক হারে ভাইরাল হয়েছে, তা বলাই বাহুল্য।
যে পারছে টুম্পা গানে নেচে সোশ্যালে ভিডিও পোস্ট করতেও ছাড়ছে না। এবার এ তালিকায় নাম লেখালেন শ্রীলেখা মিত্র। সঙ্গী মেয়ে মাইয়্যা ও তার বন্ধুরা।
মেয়ে মাইয়্যা সান্যালের জন্মদিনের আগের রাতে ঘরোয়া পার্টিতে ‘টুম্পা’ গানে নেচে জমিয়ে মজা করলেন শ্রীলেখা। মেয়ের বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে নাচলেন অভিনেত্রী।
তাকে দেখে শ্রীলেখার মেয়ের বন্ধুকে বলতে শোনা গেল ‘কী করলি তুই!’মাইয়্যা উত্তরে বলেন, ‘টুম্পা তো মা’। আর এরপরই আবারও নাচতে শুরু করেন শ্রীলেখা। মিউজিক ভিডিওতে ঠিক যেমনটি আছে, ঠিক তেমনভাবেই নাচতে দেখা গেল শ্রীলেখাকে।
ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, মেয়ের জন্মদিনের আগে পার্টি।টুম্পা গানটি আরব দে চৌধুরী ও অভিষেক সাহার তৈরি ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’র গান।
আরজে সায়নের তৈরি করা মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকে টুম্পা গানটি আরও জনপ্রিয় হয়ে যায়। এমনকি সম্প্রতি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের রিসেপশনে গিয়ে ‘টুম্পা’ গানে তার সঙ্গে নাচতে দেখা যায় সৃজিত মুখোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে।