ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন দাস। গতকাল ভারতের কোচিতে অনুষ্ঠিত ক্রিকেটারদের নিলামে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দল পেয়েছেন তিনি। এছাড়াও কলকাতা দলে নিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে।
লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে খেলবেন লিটন। তবে কলকাতায় চূড়ান্ত একাদশে কি সুযোগ পাবেন সাকিব আল হাসান এবং লিটন দাসের প্রশ্ন এখন জেগেছে ভক্তদের মাঝে? মূলত দ্বিতীয় ডাকে সাকিব এবং লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
তবে দুজনের থেকে কলকাতার একাদশে সুযোগ বেশি সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে কলকাতার সম্ভাব্য একাদশ।
সেখানে তাদের মতে কলকাতায় সেরা একাদশে সুযোগ পেতে হলে সাকিবকে লড়াই করতে হবে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসের সাথে। তবে একাদশে সুযোগ পাওয়া সম্ভাবনা খুবই কম লিটন দাসের। ৪ বিদেশি ক্রিকেটারের মধ্যে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে লকি ফার্গুসন এবং টিম সাউদির মধ্যে থাকবে যেকোনো একজন।
উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কলকাতার একাদশে অনেকটাই নিশ্চিত ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান নারায়ন জগদেশান। অন্যদিকে এই জায়গায় বিকল্প জন্য আফগান উইকেট কিপার ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজকে আগেই দলে নিয়েছিল কলকাতা। তাই লিটনের সেরা একাদশের সুযোগ পেতে হলে আগামী চার মাসে ভালো পারফরম্যান্স করতে হবে।
ক্রিকইনফোর মতে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স চূড়ান্ত স্কোয়াড ; শ্রেয়াস আইয়ার, সুনীল নারিন, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেস আইয়ার, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রহমানউল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মানদীপ সিং, লিটন দাস, সাকিব আল হাসান।