সর্বশেষ

জিপিএ-৫ না পাওয়া জান্নাত ভর্তি পরীক্ষায় দেশসেরা

‘আমি কোনোদিনই ভালো শিক্ষার্থী ছিলাম না। আমার জীবনে জিপিএ-৫ নেই। এসএসসি পরীক্ষার শেষের দিকে একটু পড়াশোনায় মনোযোগী হয়েছি। কলেজে প্রথম দিকেও আমি এত বেশি পড়াশোনা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গত পাঁচ মাস ভালোভাবে পড়েছি।




কিন্তু সেটা তো হয়নি, কপাল খারাপ।’ মুঠোফোনে প্রতিবেদকের সঙ্গে কথাগুলো বলছিলেন বাংলাদেশের পাবলিক ও বিজ্ঞান-প্রযুক্তি মিলিয়ে ২২টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করা ঈশিকা জান্নাত। ঈশিকা জান্নাতের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামে। তার বাবার নাম আব্দুল হাকিম মোল্লা।

ঈশিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। মঙ্গলবার (২৩ আগস্ট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটে (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৮৬ দশমিক ৭৫ স্কোর পেয়ে দেশসেরা হয়েছেন ঈশিকা জান্নাত।




ঈশিকার বড় বোন মোসা. মুনিয়া আক্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঈশিকা দিন-রাত পরিশ্রম করেছে। কিন্তু চান্স না পেয়ে হতাশ হয়ে যায়। পরে আমরা উৎসাহ দিয়েছি। ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় ঈশিকা প্রথম হয়েছে, এতে আমরা খুশি।’




ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ‘সরকারি মেডিকেল কলেজ, পাবলিক ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশের পর আমরা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করবো।’ গত ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৯ হাজার ৭৩ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার জন্য আবেদন করেন ৪২ হাজার ১৮০ জন শিক্ষার্থী। পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। পাসের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *