রোম্যান্টিক গান ‘পালঙ্গিয়া শোনে না দিয়া’তে ঘরের মধ্যে পবন-মনির মাখোমাখো রোম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পবন সিং (Pawan Singh) এর পুরোন একটি গানের ভিডিও।
ভিডিওতে উদ্দাম নাচের সাথে রোম্যান্স করতে দেখা যাচ্ছে তাকে। পবন সিংকে মনি ভট্টাচার্যের সাথে বেড রুমে রোম্যান্স করতে দেখে নেটিজেনদের ঝরছে ঘাম। অনেকের রাতের ঘুম উড়েছে। ভিডিওটি ১১ মাস আগে পোস্ট করা হলেও সম্প্রতি পবন সিংয়ের নতুন গান জনপ্রিয়তা লাভ করার পর থেকে এই গানের ভিডিওটি সমান ভাবে ভাইরাল হচ্ছে।
সিনেমা জগতে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। নাচ, গান ও সিনেমার ডায়লগ সবই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবের নানান চ্যানেলে শেয়ার করা হচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির মিউজিক ভিডিও গুলি। সাথে জনপ্রিয়তা লাভ করছেন বহু অভিনেতা এবং অভিনেত্রী। তেমনি এক অভিনেতা এবং গায়কের গানের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
রোম্যান্টিক গান ‘পালঙ্গিয়া শোনে না দিয়া’ গানটি ১১ মাস আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়ে ছিলো। গানটি ভোজপুরি সুপারস্টার পবন সিং গেয়েছেন। গানটিতে বহু সোশ্যাল মিডিয়া ইউজার বানিয়েছেন রিলস ভিডিও।
ভি ম্যাট, ভিগো ইবং ইনস্টাগ্রামে এই গানের ভিডিও এত পরিমাণে ভাইরাল হয়েছে যে, ইউটিউবে গানের ভিডিওটি পুনরায় ট্রেন্ড করছে। ইতিমধ্যে ভিডিওটি ৯৪ লক্ষ্যের বেশি ভিউজার দেখে ফেলেছেন।
ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে হলুদ রঙের শার্ট পরে উদ্দাম নাচ এবং রোম্যান্স করতে ব্যস্ত হয়ে পড়েছে পবন সিং। সাথে অভিনেত্রীর মনির লাস্যময়ী শরীরে নানান ভঙ্গিতে নাচের ভিডিওটি দেখে পুরুষ ইউজারদের চক্ষু জেনো ছানাবড়া। গানের শুরু থেকেই পবন এবং মনির বহু অন্তরঙ্গ দৃশ্য দেখতে পাওয়া গেছে। হাজারের উপরে নেটিজেন কমেন্ট করে দুজনের প্রশংসার ঝড় তুলেছেন।