আইপিএলের সুযোগ পেলেও জাতীয় দলের ক্রিকেটারদের পুরো মৌসুম খেলা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন জাতীয় দলের খেলা চলাকালীন সময়ে কেউ আইপিএলে খেলতে পারবে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলার জন্য সুযোগ পেয়েছেন বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার।
এদের মধ্যে মুস্তাফিজুর রহমানকে আগেভাগেই দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়াও নিলাম থেকে লিটন দাস এবং সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে দল পেলেও পুরোটা সময় খেলতে পারবেনা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া দুই ক্রিকেটার লিটন দাস এবং সাকিব আল হাসানকে পুরো টুর্নামেন্টের জন্য পাচ্ছে না তারা। এবারের আইপিএল অনুষ্ঠিত হবে দুই মাস জুড়ে। মার্চ থেকে মে পর্যন্ত মোট ৬৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৭৪টি। বাংলাদেশের ক্রিকেটাররা শুরুর দিকে এবং শেষ দিকে থাকতে পারবেন না।
মাঝে ২৪ দিনের জন্য তারা পাবেন অনাপত্তিপত্র (এনওসি)। বছরের শুরুতেই বিপিএলে খেলবে ক্রিকেটাররা। এরপরেই ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের সাথে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরেই মার্চে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড।
বাংলাদেশের সাথে একটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এখানেই শেষ নয় এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তাইতো আইপিএলে বাংলাদেশী ক্রিকেটারদের পুরো সময় পাওয়া যাবে না বলে জানিয়েছে নাজমুল হাসান পাপন।
গতকাল সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি বলেন, “আমরা বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএলে খেলার ব্যাপারে ইতিমধ্যেই তাদের জানিয়ে দিয়েছি। তারা এটা জেনেই ক্রিকেটারদের নিয়েছে। তা না হলে আরো কয়েকজনের দল পাওয়ার সম্ভাবনা ছিল।
আমরা আগেই বলে দিয়েছি জাতীয় দলের খেলা থাকলে কেউ আইপিএলে খেলতে পারবে না”। তবে আইপিএলের এবারের আসরে তিনজন বাংলাদেশী ক্রিকেটারদেরকে দেখে খুশি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশের খেলা থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।