সর্বশেষ

দুর্দান্ত জয়ের পর অধিনায়ক মিরাজকে নিয়ে বিশেষ বার্তা দিলেন মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের ১৬ রানের দারুণ জয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তন, ফিল্ডিং সেটআপ, বোলারদের ব্যবহারে তাঁর নেতৃত্ব ছিল প্রশংসনীয়।

এমন সময়েই বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক মাধ্যমে এক বিশেষ বার্তা দিয়ে জানিয়ে দিলেন—নেতৃত্ব কীভাবে ভবিষ্যতের জন্য গড়ে তোলা যায়।

মাশরাফি লিখেছেন:

“মিরাজের অধিনায়কত্বে যে পরিপক্বতা দেখা গেছে, তা প্রশংসার যোগ্য। তরুণ হয়েও ও যেভাবে দলকে এগিয়ে নিয়েছে, সেটা ভবিষ্যতের জন্য বড় আশার জায়গা।”

তিনি আরও উল্লেখ করেন,

“নেতৃত্ব শুধু টস জেতা বা ফিল্ডিং সাজানো নয়, নেতৃত্ব মানে যখন দল চাপে থাকে, তখন সাহসী সিদ্ধান্ত নিতে পারা। তানভীরকে আক্রমণে রাখা, ফিল্ড সেটিং বদলানো, এসবই ওর বোলিং মাইন্ড সেটকে প্রকাশ করে।”

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন ব্যাকআপ লিডারশিপ খুব কমই দেখা গেছে। মাশরাফির এই বার্তা একদিকে যেমন মিরাজের আত্মবিশ্বাস বাড়াবে, অন্যদিকে বোর্ড এবং সমর্থকদেরও ভবিষ্যৎ পরিকল্পনায় দিশা দেখাবে।

তানভীর ইসলামের ফাইফার আর মিরাজের সাহসী নেতৃত্ব—এই যুগলবন্দীতেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আর মাশরাফির মতো কিংবদন্তির প্রশংসা পাওয়া মানে—নতুন ক্যাপ্টেনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *