সর্বশেষ

প্লে অফের সমীকরণে খুলনা-রাজশাহীর লড়াই, সম্ভাবনা আছে ঢাকারও

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম তিন পর্ব শেষ হয়েছে। যেখানে খেলা হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই তিন ভেন্যুতেই। চট্টগ্রাম পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে বিপিএল আবারো ফিরছে ঢাকায়।

ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে। তার পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার্সরা।

গ্রুপ পর্বের আর ১০ ম্যাচ বাকি থাকলেও সেরা চার নিশ্চিত হয়েছে কেবল মাত্র একটি দলের। ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস প্লে-অফের দৌড়ে অনেকটা পথই এগিয়ে গেছে। তবে বাকি একটা জায়গার জন্য বেশ লড়াই হবে অন্য দলগুলোর মাঝে।

প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে প্রথম দল হিসেবে সেরা চার নিশ্চিত করেছে রংপুর। ৯ ম্যাচে এখন তাদের জয় ৮টিতে। শীর্ষ দুইয়ে থাকাও তাদের অনেকটাই নিশ্চিত বলা যায়। ৮ ম্যাচের ছয়টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। তামিম ইকবালরা আর একটি ম্যাচ জিতলেই সেরা চারে জায়গা করে নেবে।

৯ ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া চিটাগাং ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন নম্বরে। একটি কিংবা দুটি ম্যাচ জিতলেই প্লে-অফ খেলা নিশ্চিত মোহাম্মদ মিঠুনদের। ৯ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে খুলনা। শেষ তিন ম্যাচের সবকটি জিতলে তাদের সেরা চারে খেলা নিশ্চিত। তবে দুটি জিতলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে।

১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা রাজশাহীকে শেষ দুুই ম্যাচে খেলতে হবে রংপুর ও সিলেটের বিপক্ষে। সেরা চারে খেলতে হলে রাজশাহীকে এই দুই ম্যাচে জয়ের সঙ্গে রানরেটে খুলনার চেয়ে এগিয়ে থাকতে হবে।

১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান ছয় নম্বরে। শেষ দুই ম্যাচের দুটিতে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। যদি রাজশাহী ও খুলনা তাদের বাকি সবকটি ম্যাচে হেরে যায় তবেই কেবল সুযোগ থাকবে ঢাকার।

সিলেটের সেরা চারের সম্ভাবনা নেই বললেই চলে। ৯ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *