৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি এই অলরাউন্ডারের। বাদ পড়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও। এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে এক বছরের বোলিং নিষেধাজ্ঞা।
তাই সহসাই তার দেশের হয়ে খেলতে পারার সুযোগটা কম দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। তবে দেশের নাগরিক হিসেবে একদিন দেশে ফিরবেন বলে মন্তব্য তার।
সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের প্রসঙ্গে কথা বলেছেন সুজন। সাকিবের অনুপস্থিতি কি টুর্নামেন্টের আকর্ষণ কমিয়ে দিয়েছে? এই প্রশ্নের জবাবে সুজন জানান, দেশের সবচেয়ে প্রতিভাবান এবং আইকনিক খেলোয়াড় সাকিবের অনুপস্থিতি টুর্নামেন্টে প্রভাব ফেলেছে, ‘সে (সাকিব) বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।
’
ব্যাখ্যায় তিনি বলেন, ‘একদিন তাকে অবসর নিতেই হবে। চিটাগাং (কিংস) ফ্র্যাঞ্চাইজি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ সে খেলতে পারেননি। তারা সরাসরি সাইনিংয়ের মাধ্যমে তাকে নিয়েছিল।
তারা যদি পরিস্থিতি বুঝতে পারত, তাহলে অন্য কাউকে নিতে পারত। তবে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। সময় সব কিছু ঠিক করে দেবে।’
দেশের হয়ে সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি। আগামী মাসের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও তিনি নেই।
ফলে তার খেলার ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে উঠেছে।
তবে সাকিবের ক্রিকেট এবং দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। অবশ্যই একদিন সে দেশে ফিরবে। কারণ সে এই দেশের নাগরিক, কিন্তু আমি মনে করি না সে আর খেলা চালিয়ে যেতে পারবে।’