সর্বশেষ

‘পচা শামুকে’ পা কেটে ‘ভয়ঙ্কর রূপে’ ফেরার ঘোষণা রংপুরের

দুই দলের চিত্রটা সম্পূর্ণ বিপরীতধর্মী। একদিকে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী, অন্যদিকে দুর্দান্ত এক বিপিএল মৌসুম কাটাচ্ছে রংপুর রাইডার্স। আজকের (বৃহস্পতিবার) আগপর্যন্ত চলমান একাদশ আসরে নুরুল হাসান সোহানের রংপুর ৮টি ম্যাচেই জিতেছিল। সেই দলই কিনা নানা বিতর্কে জর্জরিত রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হেরে বসেছে। এরপর দল দুটি রসবোধের বাকযুদ্ধে জড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। ২৪ রানে এই আসরে প্রথম হার দেখলেন সোহান-নাহিদ রানারা। অন্যদিকে, আসরে নবম ম্যাচে তাসকিন-বিজয়দের রাজশাহী চতুর্থ জয় পেয়েছে।

বিপিএলের চলতি আসরে ম্যাচ শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রতিপক্ষ দলকে খোঁচা দিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছে। রংপুর এক্ষেত্রে এককাঠি এগিয়ে। আজ তাদেরকেই প্রথমে খোঁচা দেয় ম্যাচজয়ী রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পোস্টে ম্যাচের নায়ক রায়ান বার্লের একটি ছবি দিয়ে রংপুরের উদ্দেশ্যে তারা লিখেছে, ‘রং মুছে গেছে দেয়ালের। দুর্বার যখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে!’

দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্সের ফেসবুক পোস্ট
পরবর্তীতে ওই পোস্টের জবাব দিয়েছে রংপুর রাইডার্সও। প্রতিপক্ষকে ‘পচা শামুক’ উল্লেখ করে স্থানীয় ভাষায় তারা লিখেছে, ‘ঘিরে লিয়েছে মামুর ব্যাটারা– পচা শামুকে কেটেছে পা! ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই, ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *