সর্বশেষ

ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করবেন লিটন দাস

বাংলাদেশের স্টাইলিশ ব্যাটার লিটন কুমার দাসের জন্য দারুণ এক সুযোগ আসছে। আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে মাঠে নামবেন তিনি। তার সঙ্গে ওপেনিং করবেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। শুধু তাই নয়, লিটনের ড্রেসিংরুম সঙ্গী হিসেবে থাকবেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন এবং পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা পেছনে ফেলে নতুন দিগন্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া লিটনের জন্য ছিল এক বড় ধাক্কা। তবে তিনি হাল ছাড়েননি। নিজের পারফরম্যান্সের উন্নতি করতে মনোযোগ দিয়েছেন। বিপিএলের শুরুর দিকে ছন্দে না থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে তার ব্যাটে ফিরেছে রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত ৭০ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই পিএসএলে করাচি কিংস তাকে দলে ভিড়িয়েছে।

ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ের রোমাঞ্চ

লিটনের জন্য পিএসএলের সবচেয়ে বড় আকর্ষণ হবে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধা। ২০১৯ সালের বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে একবার তাদের ওপেনিং জুটি দেখা গিয়েছিল। এবার করাচি কিংসের হয়ে তাদের সেই জুটি নতুন করে আলো ছড়াতে প্রস্তুত।

করাচি কিংসের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী করেছে কেন উইলিয়ামসনের অন্তর্ভুক্তি। দলের তিন নম্বর ব্যাটার হিসেবে তাকে দেখা যেতে পারে। এছাড়াও আছেন পাকিস্তানের শোয়েব মালিক, শান মাসুদ, খুশদিল শাহ এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি। এমন তারকাবহুল স্কোয়াডে লিটনের অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

আরও দুই টাইগারের অভিষেক

লিটন দাস ছাড়াও পিএসএলে এবার অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের দুই তরুণ প্রতিভা রিসাদ হোসেন এবং নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন রিসাদ, আর পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে নাহিদকে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটি তাদের প্রথম অভিজ্ঞতা।

লিটনের সামনে সুযোগের দরজা

পিএসএলে দুনিয়ার সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার এই সুযোগ লিটন দাসের জন্য বিশেষ এক অভিজ্ঞতা হতে চলেছে। বিশেষ করে ওয়ার্নার ও উইলিয়ামসনের মতো ব্যাটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা তাকে তার খেলায় উন্নতির দিকনির্দেশনা দিতে পারে। টাইগারদের এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *