সর্বশেষ

ভারতে ফের মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম

জাতীয় দলের শুধু সতীর্থই ছিলেন না সাকিব আল হাসান-তামিম ইকবাল। সতীর্থ শব্দটাকে ছাপিয়ে একটা সময় হরিহর আত্মা বনে গিয়েছিলেন। সেই বন্ধুত্বের সম্পর্কে এখন ফাটল ধরেছে। এতটাই যে কথা বলা তো দূরে থাক, ছায়াও মারাতে চান না তারা।

তবে মাঠের বাইরে যত কিছুই হোক না কেন, মাঠে ঠিকই দুজনকে সামনাসামনি মুখোমুখি হতে হবে। সর্বশেষবারের মতো এবারের বিপিএলেও একে অপরের বিপক্ষে লড়ার কথা ছিল। নানা কারণে অবশ্য তা আর হয়নি। দেশের মাঠে না হলেও বিদেশে ঠিকই হতে যাচ্ছে।

আসছে ফেব্রুয়ারিতে ভারতে শুরু হতে যাওয়া লিজেন্ড নাইন্টিতে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলতে বিগ বয়েজ উনিকারির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে বাঁহাতি ব্যাটার টুর্নামেন্টের ফেসবুক পেজের ভিডিও বার্তা বলেছেন, ‘লিজেন্ড নাইন্টির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। বিগ বয়েজের হয়ে খেলব।

অন্য ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে খেলতে দেখবেন। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’
অন্যদিকে তামিমের আগে টুর্নামেন্টে খেলতে দুবাই জায়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। দুই তারকার বাইরে বাংলাদেশ থেকে খেলবেন মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক। দলে সতীর্থ হিসেবে বাঁহাতি স্পিনার রাজ্জাককে পাবেন তামিম।

অন্যদিকে গুজরাট স্যাম্প আর্মির হয়ে খেলবেন আশরাফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *