প্রিটোরিয়াসকে বল দিয়ে আঘাত করায় মাটিগিমুর সাজা
বুলাওয়ে টেস্ট চলাকালীন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লুহান-দ্রে প্রিটোরিয়াসের দিকে বল ছুঁড়ে মারায় আইসিসির সাজা পেলেন জিম্বাবুয়ের পেসার কুন্ডাই মাটিগিমু। তার ছোঁড়া বল গিয়ে লাগে প্রিটোরিয়াসের হাতে। শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও জুটেছে মাটিগিমুর কপালে।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৭২তম ওভারে ঘটনার সূত্রপাত। জিম্বাবুয়ের পেসার কুন্ডাই মাটিগিমু নিজের করা বলেই ফিল্ডিং করেন ফলো থ্রুতে। পরে বল ধরে ছুঁড়ে মারেন স্টাম্পের দিকে। যা বল লাগে প্রিটোরিয়াসের গায়ে।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা ভঙ্গ করেছেন মাটিগিমু। যেখানে ‘আন্তর্জাতিক ম্যাচ চলার সময় অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে কাছের কোনো খেলোয়াড়ের দিকে বল বা ক্রিকেটীয় কোনো বস্তু ছুড়ে মারা’ সংক্রান্ত ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।
আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে মাটিগিমুর শাস্তির ব্যাপারটি নিশ্চিত করেছে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ হওয়ায় অল্প শাস্তিতেই পার পেয়েছেন মাটিগিমু।
নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন কুন্ডাই মাটিগিমু। যার ফলে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
বুলাওয়ে টেস্টে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে দুই ইনিংসে জিম্বাবুয়ে করেছে ১৭০ এবং ২২০। ইনিংস এবং ২৩৬ রানে জয়লাভ করেছে প্রোটিয়ারা। সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।