বাংলাদেশের ক্রিকেটে এমন অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন, যারা শুরুটা দুর্দান্ত করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সম্প্রতি আবুধাবি টি-টেন লিগের বাংলা টাইগার্সের ফেসবুক লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান তার দৃষ্টিতে ‘দুর্ভাগা’ চার সতীর্থের নাম বলেছেন—নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিথুন।
সাকিবের মতে, জাতীয় দলে সবাইকে সমান সুযোগ দেওয়া সম্ভব নয়। সুযোগের পেছনে নির্বাচকদের আস্থা বড় ভূমিকা রাখে। কেউ বেশি সুযোগ পায়, কেউ কম—তবু প্রতিটি সুযোগই খেলোয়াড়ের জন্য যথেষ্ট। সেখান থেকেই শুরু হয় নিজেকে প্রমাণের লড়াই।