শরফুদ্দৌলাহ সৈকত এবং জাইসাওয়াল আবারো ড্রামা – তবে আরো একবার জয়ী বাংলাদেশের গর্ব আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সৈকত ! আরো একটি দুর্দান্ত এবং নিখুঁত সিদ্ধান্ত সৈকতের
মূলত আজকে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে, ভারতীয় ওপেনার জাইসাওয়াল কে এলবিডব্লু আউট দেন সৈকত। জাইসওয়াল রিভিউ নেন তবে রিভিউ নিতে নিতে সময় ১৫ সেকেন্ড প্রায় শেষ।
এরপরও থার্ড আম্পায়ারের কাছে রেফার করতে যাওয়ায় শরফুদ্দৌলাহ সৈকতের বিরুদ্ধে বেন স্টোকস শুরুতে প্রতিবা’দ জানান, তবে ততক্ষণে রিভিউয়ে দেখা গেলো শরফুদ্দৌলাহ সৈকতের সিদ্ধান্ত সঠিক, অর্থাৎ আউট জাইসাওয়াল। এবং এরফলে ‘সা’পও ম’রলো লা’ঠিও ভা’ঙ’লো না’
স্যালুট শরফুদ্দৌলাহ সৈকত এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের একমাত্র পতাকা-বাহ’ক তিনিই।