টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।
শ্রীলঙ্কার বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের জন্য লিটন দাস কে ক্যাপ্টেন করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ! তবে স্কোয়াডে জায়গা হয়নি সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর । শান্তর জায়গায় দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ নাইম শেখ।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলঃ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন