গ্লোবাল সুপার লিগের এবারের আসরের জন্য নতুন কোচিং স্টাফ ঘোষণা করেছে রংপুর রাইডার্স। আগের কোচ মিকি আর্থারের পরামর্শে এবার দলটির হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রেগ স্মিথ, আর সহকারী কোচ হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ও অভিজ্ঞ কোচ গ্রেগ স্মিথ দীর্ঘদিন ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত। তার অভিজ্ঞতা ও আধুনিক কোচিং স্টাইলকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।
️ ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়,
“মিকি আর্থারের সুপারিশ ও দলের ভবিষ্যৎ কৌশলের কথা বিবেচনা করেই আমরা গ্রেগ স্মিথকে বেছে নিয়েছি। আশরাফুলের অভিজ্ঞতা এবং দেশীয় খেলোয়াড়দের সঙ্গে তার যোগাযোগ দলে আলাদা মাত্রা যোগ করবে।”
এদিকে মোহাম্মদ আশরাফুল এই নিয়োগকে একটি “নতুন অধ্যায়” হিসেবে দেখছেন। এটি তার কোচিং ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগও।