বিশ্বকাপের টিকিট সোজা নয়, আর সেই চ্যালেঞ্জ এখন টাইগারদের সামনে স্পষ্ট হয়ে গেছে!
নিয়ম অনুযায়ী ২০২৭ বিশ্বকাপে শীর্ষ আট দলই সরাসরি অংশ নেবে।
কিন্তু বাংলাদেশের অবস্থান এখন দশ নম্বরে!
মানে এই অবস্থায় থাকলে বিশ্বকাপে যেতে হলে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে।
সেখানেই বাছাই পর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করতে হবে—যা বেশ কঠিন ও অনিশ্চিত।
⚔ তবে টাইগারদের জন্য এখনো আশার আলো আছে!
আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে টেবিলের নয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।
এরপর সামনের সিরিজগুলোতেও ভালো করলে শীর্ষ আটে জায়গা করে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাওয়া সম্ভব।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন—
“শুধু এক-দুটি ম্যাচ নয়, ধারাবাহিক পারফরম্যান্স দরকার।”
“বড় দলগুলোর বিপক্ষে জয় টাইগারদের র্যাঙ্কিংয়ে বড় পার্থক্য আনতে পারে।”
টাইগারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রশ্ন একটাই—তারা কি চাপ সামলাতে পারবে?
বাংলাদেশ কি শীর্ষ আটে ফিরতে পারবে?
সমর্থক হিসেবে আমরা সবসময় টাইগারদের পাশে আছি!
আপনার কী মনে হয়? বাংলাদেশ পারবে কি ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে?
নাকি কোয়ালিফায়ার রাউন্ডে যেতে হবে?