সর্বশেষ

সাকিব-মিরাজে লক্ষ্যে পৌঁছানো সম্ভব, বিশ্বাস জাকিরের

চট্টগ্রাম টেস্ট বাঁচাতে বাংলাদেশের সামনে পুরো একদিনের চ্যালেঞ্জ। জিততে হলে আরও প্রয়োজন ২৪১ রান। হাতে আছে ৪ উইকেট। ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।




এই দুজনই ‘প্রায় অসম্ভব’ লক্ষ্য পেরিয়ে জয়ের কেতন ওড়াতে পারেন বলে মনে করেন এই টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার জাকির হাসান। এই দুই ব্যাটার যেভাবে এগোচ্ছেন লক্ষ্যে পৌঁছানোর আশা ছাড়ছে না বাংলাদেশের দল। চতুর্থ দিনের খেলা শেষে জাকির ম্যাচ বাঁচানোর আশার কথা জানিয়ে বলেন, ‘অবশ্যই,

সাকিব ভাই আর মিরাজ যেভাবে ব্যাটিং করছে আশা করি তারা যদি খেলতে পারে আরও একটু আমাদের লক্ষ্যেও পৌঁছানো সম্ভব।’ চতুর্থ দিন শেষে সাকিব ৬৯ বল খেলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। মিরাজ ৪০ বলে খেলে ৯ রানে অপরাজিত আছেন।




বাংলাদেশের ব্যাটিং অর্ডারে এই দুজনই স্বীকৃত ব্যাটার। ম্যাচ বাঁচাতে হলে এই দুজনকেই দায়িত্ব নিতে হবে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল।

তিনি প্রথম ইনিংসে এক উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে ভারতকে চালকের আসনে বসিয়েছেন। দিন শেষে জাকির তাই অক্ষরের প্রশংসায় কার্পণ্য করেননি। তিনি বলেন, ‘অক্ষর প্যাটেল ওই সময়টায় খুব ভালো বোলিং করছিলো।




আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনে আমাকে বিশেষ করে ভালো বল করছিলো। একটু জোরের উপর করছিলো আমি চাচ্ছিলাম যদি তার লেংথটা একটু পরিবর্তন করা যায়। সে খুবই ভালো বোলিং করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *