সর্বশেষ

দলকে হারের মুখে রেখে ফিরলেন সাকিব

ভারতের বিপক্ষে শেষ দিনে জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ দল। এদিন শুরুতে তৃতীয় ওভারেই ফিরে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হন এই অলরাউন্ডার।




এরপর ফিফটি তুলে দ্রুত রান করতে গিয়ে ফিরেছেন সাকিব আল হাসানও। এদিন সাকিব তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩০ তম অর্ধ-শতক। তবে ইনিংসের ১১১তম ওভারে এসে সাকিব ফিরেছেন বোল্ড আউট হয়ে। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার আগে টাইগার এই অধিনায়ক করেন ৮৪ রান। সাকিবের পর অবশ্য ফিরে গেছেন এবাদত হোসেনও।




কোনো রান ছাড়াই ফিরেছেন এই পেসার। বাংলাদেশের ম্যাচ জিততে এখনো প্রয়োজন ১৮৯ রান এর আগে ভারত প্রথম ইনিংসে ৪০৪ রান করেছিল।




জবাবে বাংলাদেশ সংগ্রহ করেছিল প্রথম ইনিংসে মোটে ১৫০ রান। দ্বিতীয় বাংলাদেশকে ফলো অনে না ফেলে আবারো ব্যাট হাতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলের দল সংগ্রহ করে ২৫৮ রান। ফলে সাগরিকা টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য মাত্রা গিয়ে দাঁড়ায় ৫১৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *