সর্বশেষ

এবার ইমাদ ওয়াসিমকে দলে টানলেন মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ফেভারিটদের মতো দল করেছে সিলেট স্ট্রাইকার্স। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যেখানে অংশগ্রহণ করবে সাতটি দল।




বিপিএলের প্রতিটি আসরে সিলেটের ফ্রাঞ্চাইজি পরিবর্তন হলেও এবার সেই দলের হাল ধরেছেন মাশরাফি বিন মুর্তজা। মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা সহ দেশীয় তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম,

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আকবর আলীদের নিয়ে দল গড়েছেন মাশরাফি। তবে ড্রাফট শেষেও ক্রিকেটারদেরকে দলে নিচ্ছে সিলেট স্ট্রাইকার্স।




পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে শেষ মুহূর্তে দলে টেনেছে সিলেট। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে তারা।

সিলেট স্ট্রাইকার্স : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস ও কলিন অ্যাকারম্যান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ,




তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মোরেস, গুলবাদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ ও তানজিম হাসান সাকিব, ইমাদ ওয়াসিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *