বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ টেস্ট দলে অনিয়মিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে বড় ধরনের প্রভাব ফেলেছিল তার। এক নম্বর থেকে অনেক নিচেই নেমে গিয়েছিলেন তিনি।
তবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাবার পর আবারও জাতীয় দলে নিয়মিত হয়েছেন সাকিব। যার সুবাদে আইসিসি অলরাউন্ডার টেস্ট র্যাংকিংয়ে উন্নতি করতে শুরু করেছেন তিনি। এই মুহূর্তে আইসিসি ওয়ানডে এবং টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে সবার উপরেই রয়েছেন সাকিব আল হাসান।
বাকি রয়েছে শুধু টেস্ট র্যাংকিংয়ে। সেখানে উন্নতি শুরু করে দিয়েছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে বলে হাত ঘুরিয়েছেন মাত্র ১২ ওভার, ২৬ রান দিয়ে উইকেটশূন্য।
তবে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৮ বলে ৮৪ রানের আক্রমণাত্মক ইনিংস। যে ইনিংসের সুবাদে টেস্ট র্যাঙ্কিংয়ের অলরাউন্ডার তালিকায় সেরা তিনে উঠে গেছেন সাকিব আল হাসান।
সাকিবের উত্থানে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে শীর্ষস্থানে পৌঁছতে বেশি দূরে নেই সাকিব আল হাসান। অলরাউন্ডারদের তালিকায় সাকিবের আগের দুটি স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন