মিরপুর টেস্টের প্রথম সেশনটা ভালোই কেটেছিল বাংলাদেশের। এরপর দ্বিতীয় সেশনেও মোটামুটি ভালো পজিশনে ছিল টাইগাররা। কিন্তু চা বিরতি থেকে ফিরে পাঁচ উইকেটে ১৮৪ রানের পর পরবর্তী ৪১ রান তুলতেই সব কয়টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। যেটা কোনভাবেই মানতে পারছেন না ব্যাটিং পরামর্শ জেমি সিডন্স।
বিশেষ করে সাকিব আল হাসান লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের আউটের সমালোচনা করেছেন তিনি। “আমি এখানে ছয়-সাত মাস ধরে আছি। অনেক আলোচনা হয়েছে, অনুশীলনও। কিন্তু যখন কোনো ব্যাটার ক্রিজে যায়, একজনই শটটা খেলতে পারে। আমি পারি না তাদের হয়ে খেলতে।
২৮ রান যখন তারা করে, পরে আরও ২৮ রান এমনভাবে করবে এটাই আশা করা যায়।” “কিন্তু আমরা দেখলাম খেলায় বদল। সাকিব ক্রিজ থেকে বেরিয়ে এসেছে, লিটন একটু বেশি চেষ্টা করতে গেছে।
মিরাজ রাশ শট খেলেছে যেটা তার খেলার কথা না। তাদের ছয় ঘণ্টা একই গিয়ারে থাকার দায়িত্ব নিতে হবে। আমরা পুরো দিন ব্যাট করার কথা বলেছি। ঝলক দেখানো ২৮-৩০ না। এমন ঘটেই যাচ্ছে।” দায় কি শুধু ক্রিকেটারদের, আর কারো নয়? পাল্টা প্রশ্নের জবাবে সিডন্স বলছিলেন,
“আমি টেকনিক্যাল দিক নিয়ে কাজ করি, মানসিক না। এক-দুটো ছাড়া আমার মনে হয় না কোনো টেকনিক্যাল সমস্যা আছে। তারা উইকেট থেকে বেরিয়ে এসে আকাশে মারতে চেয়েছে। তাৎক্ষণিকভাবে এটা আমার পক্ষে ঠিক করা সম্ভব না।”