সর্বশেষ

৫০ পেরোতেই আউট সাকিব, বিপাকে বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগেরদিনের ৭ রানের সঙ্গে শনিবার ১৯ রান যোগ করতেই প্রথম দুই উইকেট হারায় টাইগাররা। জাকির হোসেনকে নিয়ে কিছুটা ধীরগতিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু দলীয় রান পঞ্চাশ পেরোতে সাজঘরে ফেরেন টাইগার দলপতিও।




সাকিবের বিদায়ে এখন বেশ চাপের মুখে বাংলাদেশ। আগের ইনিংসের মতোই এ ইনিংসেও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন সাকিব। জয়দেব উনাদকাটের স্লোয়ার বল সামনে এসে খেলতে গিয়ে এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন টাইগার অধিনায়ক। ১৩ রান করে সাজঘরে ফেরেন সাকিব।

সাকিবের বিদায়ের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এ ব্যাটারকে সঙ্গ দেবেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা জাকির, ৩২ রান করে অপরাজিত আছেন তিনি। এই প্রতিবেধন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান।




এর আগে দিনের শুরুতে ৫ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ বাদেই তার পথ ধরেন আগের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক মুমিনুল হক। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানে ফিরেছেন টপ অর্ডার এই ব্যাটার।

সিরিজের শেষ টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়েলেও ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *