২০১৮ সালে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাকির হাসানের। কিন্তু ওই ম্যাচের পর আর বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। তারই সাথে সুযোগ পাওয়া আফেফ হোসেন এখন জাতীয় দলের রঙিন পোশাকে অন্যতম সেরা সদস্য।
যে কারণে জাকির হাসানকে নতুন ক্রিকেটার হিসাবে মানছেন না অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান।
এই সিরিজে বাংলাদেশ হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি সহ ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এর আগে ভারত এ দলের বিপক্ষে কক্সবাজারে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন জাকির হাসান।
এখন পর্যন্ত ৭১ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জাকির হাসানের। রয়েছে ১৪ টি সেঞ্চুরি। তাইতো জাকির হাসানকে নতুন ক্রিকেটার হিসেবে মানছেন না সাকিব আল হাসান। আজ ম্যাচ শেষে জাকির হাসানকে নিয়ে সাকিব বলেন, “জাকিরের জন্য একটা সুবিধা হচ্ছে, ও কিন্তু নতুন ক্রিকেটার নয়।
অনেক অভিজ্ঞ ক্রিকেটার, ৭০টি ম্যাচ খেলেছে। ওর খেলার মধ্যে ওই ব্যাপারটি দেখা যায়। একটা ১৯-২০ বছরের ছেলের খেলার ধরন ও একটা ৩০ বছরের ছেলে যে জাতীয় দলের আশপাশ দিয়ে ছিল সবসময়, তার খেলার ধরন আলাদা হবে। ৬০-৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসা ক্রিকেটার, তার টেম্পারমেন্ট দেখলেই পার্থক্য বুঝতে পারবেন।”