বিপিএলে প্রতি আসরের মতো এবারও ফেভারিটদের মত দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়াস। ২০১৫ সালের সর্বপ্রথম বিপিএলে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেইবার মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বরিশালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর বিপিএলের ষষ্ঠ আসরে ইমরুল কায়েসের হাত ধরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। সর্বশেষে গত বছর সেই ইমরুল কায়েসের হাত ধরে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তবে এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এবার অধিনায়কের জায়গায় পরিবর্তন আনতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখনো অফিসিয়ালি ভাবে তারা তাদের অধিনায়কের নাম ঘোষণা না করলেও জানা গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের আসরে অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
সর্বশেষে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিম ইকবালের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন। শুধু তাই নয় ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ওয়ানডে ক্রিকেটের দায়িত্বও লিটনের কাঁধে দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান সময়ের দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যানকেই দায়িত্ব দিতে যাচ্ছে কুমিল্লা।
তবে তার বিকল্প হিসেবে রয়েছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোসাদ্দেক হোসেন এবং ইমরুল কায়েস। এর আগে কুমিল্লাকে দুইবার চ্যাম্পিয়ন করেছেন ইমরুল কায়েস। তবে পারফরম্যান্স বিবেচনায় ইমরুল কায়সার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন লিটন দাস।
তৃতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন মোসাদ্দেক হোসেন। বিপিএল সহ ঘরোয়া ক্রিকেট লিগা অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে মোসাদ্দেক হোসেনের। কুমিল্লা ভিক্টোরিয়ানস চূড়ান্ত স্কোয়াড : মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ,
মোহাম্মদ নবি ও আবরার আহমেদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ আশিকুজ্জামান, জাকির আলি অনিক, শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ান্টন, সৈকত আলী, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোহাম্মদ শরিফুল্লাহ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাব খান।