২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল সদ্য সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে বরখাস্ত করার একদিনের মাথায় এবার চাকরি হারালেন পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও জানা যায়নি।
রাজনীতির কারণে পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে রদবদল অস্বাভাবিক কিছু নয়। আইসিসির নিষেধ সত্ত্বেও রাজনীতির স্পষ্ট প্রভাব আছে দেশটির ক্রিকেটে। ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয় রমিজকে শেষমেশ হারাতে হয়েছে পিসিবি প্রধানের দায়িত্ব।
রমিজের জায়গা নিয়েছেন যিনি, বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন সেই নাজাম শেঠি পিসিবির বর্তমান সব কমিটি ভেঙে দিয়েছেন, যথারীতি নির্বাচক কমিটিও। ২০১৯ সালের গঠনতন্ত্র মেনে যতগুলো কমিটি হয়েছে, সবই ভেঙে দেওয়া হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পিসিবি সব পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে।
সদ্য সাবেক প্রধান নির্বাচক ওয়াসিম বেশ বিতর্কিত ছিলেন। পাকিস্তান দলে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। ২০২০ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া ওয়াসিমের বোর্ডের সাথে চুক্তি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে তার আগেই এক ই-মেইলের মাধ্যমে পেলেন চাকরি হারানোর খবর।
এর আগে এর আগে নাজাম শেঠির নেতৃত্বে পিসিবির ১৪ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সেখানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। আগামী ৪ মাসের মধ্যে এই কমিটি পিসিবির গঠনতন্ত্র ঢেলে সাজাতে চায়।