দেড় যুগের বেশি সময় পর পাকিস্তানের মাটিতে খেলেছে নিউজিল্যান্ড। করাচিতে দুই দলের বক্সিং ডে টেস্ট ড্র হয়েছে। আগামীকাল করাচিতেই শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজের দল অনেক আগেই ঘোষণা করেছে কিউইরা। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দল দেওয়ার কথা দ্বিতীয় টেস্টের মাঝপথে অথবা টেস্ট সিরিজ শেষ হওয়ার পর। যেকোনো দল ঘোষণার আগে নির্বাচক প্যানেল সাধারণত কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনায় বসে।
কাকে রাখা উচিত, কাকে রাখা উচিত নয়—এ ব্যাপারে তাঁদের মত জানতে চায়। কিন্তু পিসিবির অন্তর্বর্তী প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি নাকি ওয়ানডে দল ঘোষণা নিয়ে অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকের সঙ্গে কোনো কথাই বলেননি। ব্যাপারটি নিয়ে কিছুটা ‘কাঠখোট্টা’ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাবর।
আজ সংবাদ সম্মেলনে বাবরকে ওয়ানডে সিরিজের দল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে ২৮ বছর বয়সী তারকা বলেছেন, ‘টেস্ট সিরিজের মধ্যে এ নিয়ে (ওয়ানডে) আলোচনা করার সঠিক সময় এটা নয়। যখন ওয়ানডে শুরু হবে, তখনই জানতে পারবেন।’ রমিজ রাজাকে ছাঁটাইয়ের পর পিসিবির মসনদে বসেছেন নাজাম শেঠি। দায়িত্ব নিয়েই বোর্ডে আমূল পরিবর্তন আনতে শুরু করেছেন তিনি।
মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। নির্বাচন প্যানেলে আফ্রিদির সঙ্গে আছেন তাঁরই সাবেক দুই সতীর্থ আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম। টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তেও তাঁরা দলে একাধিক পরিবর্তন আনেন।
বোর্ডের শীর্ষ পদ থেকে শুরু করে নানা পর্যায়ে পরিবর্তন ড্রেসিংরুমের পরিবেশে প্রভাব ফেলছে কি না—এ প্রশ্নের উত্তরে বাবর বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, এসব যেন দলে প্রভাব না ফেলে। আমাদের কাজ খেলা ও ভালো পারফর্ম করা। আপাতত আমাদের পূর্ণ মনোযোগ নিউজিল্যান্ড সিরিজে। বাইরে যা ঘটছে, সেসব নিয়ে ভাবলে পারফরম্যান্স খারাপ হবে।’