সর্বশেষ

বিপিএল খেলতে আসছেন না গেইল

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। চলতি মাসের ৬ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্ট।




অংশগ্রহণকারী ৭ ফ্র্যাঞ্চাইজির দল গঠনের কাজ আগেই সম্পন্ন হয়েছে। তবে দুঃসংবাদ আছে বরিশাল দলের জন্য। ক্রিস গেইলের খেলার কথা থাকলেও বিপিএল মাতাতে আসছেন না ক্যারিবীয়ান তারকা। ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান ঢাকা পোস্টকে গেইলের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।




তিনি বলেন, ‘ফিটনেস সংক্রান্ত জটিলতা থাকায় এবারের বিপিএল খেলতে আসবে না গেইল। গেল ১ বছরে সে ব্যাট-বল থেকে দূরে ছিল। সে কারণে আসছে না খেলতে।’

মিজানুর রহমান আরও জানিয়েছেন, গেইল না আসলেও তার স্বদেশি রাহকিম কনর্নওয়াল দলের সঙ্গে যোগ দেবেন খুব শ্রীঘই। এদিকে সোমবার থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বরিশাল। ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। কবে নাগাদ যোগ দেবেন দলের সঙ্গে এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান জানিয়েছেন,




‘বুধবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।’ বরিশাল দলে দেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়া রয়েছেন এবাদত হোসেন, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *