২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সে সময় তিনি জানিয়েছিলেন রঙিন পোশাকে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এরপর থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক হিসেবে চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বাদ পড়ে যাচ্ছেন তিনি। ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি।
সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। তবে এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন মাহমুদুল্লাহ। জানা গেছে ২০২৩ সালে কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডে ক্রিকেটে থাকছেন তিনি।
টি-টোয়েন্টি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হচ্ছে তাকে। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে শুধু ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম।
banglawashcricket.com