সর্বশেষ

তাসকিন বাংলাদেশ ক্রিকেটের সেরা ফাস্ট বোলার। সে খুব ভালো করছে : চামিন্দা ভাস

কাগজে কলমে এবার বিপিএলে শক্তিশালী দল গড়তে পারেনি ঢাকা ফ্রাঞ্চাইজি। তুলনামূলক দুর্বল হলেও লড়াই চালিয়ে যাওয়ার মত দল গড়েছে ঢাকা ডমিনেটরস। বিশেষ করে দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের দিকে বিশেষ করে তাকিয়ে রয়েছেন দলের প্রধান কোচ চামিন্দা ভাস।




প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে প্রধান কোচের ভূমিকায় এসেছেন শ্রীলংকার কিংবদন্তি ফাস্ট বোলার চামিন্দা ভাস। গতকাল তাকে নিয়েই‌মিরপুর একাডেমি মাঠে দিনের প্রথমেই অনুশীলনে নেমেছিল তার দল ঢাকা। কাগজে-কলমে খুব একটা শক্তিশালী দল গড়তে পারেনি ঢাকা।

তবু এই দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতানো তাসকিন আহমেদ, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, নাসির হোসেন, আল-আমিন হোসেন, আরাফাত সানির মতো ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা মুক্তার আলি, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুনদেরও দলে ভিড়িয়েছে তারা।




তাইতো এই দল নিয়ে বিপিএলে দারুন আশাবাদী চামিন্দা ভাস। দলের প্রথম দিনের অনুশীলনে ছিলেন না তারকা পেসার তাসকিন। তাই তাকে কাছ থেকে দেখা হয়নি ভাসের।

তবে সাম্প্রতিক সময়ে তাসকিনের উন্নতির গ্রাফ ভালোই জানা লঙ্কান ইতিহাসের সফলতম পেসারের। “সাম্প্রতিক সময়ে তাসকিন সত্যিই ভালো করছে। সব ধরনের কন্ডিশনে মানিয়ে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সেরা ফাস্ট বোলার হিসেবে সে খুব ভালো করছে।




পুরোটাই আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবের বিষয়। আমি নিশ্চিত সে ঢাকা ডমিনেটর্সের হয়েও সেরাটা দেবে।” এছাড়াও তিনি বলেন, “টুর্নামেন্ট শুরুর আগে আমাদের হাতে সময় আছে। ছেলেরা মাঠে নামতে মুখিয়ে রয়েছে। আমরা সেরা প্রস্তুতির চেষ্টা করছি। তাসকিন আহমেদ, সৌম্য সরকার, আল-আমিনসহ (হোসেন) আমাদের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের দল ভালো। টুর্নামেন্ট শুরুর দিকে তাকিয়ে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *