সর্বশেষ

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাস বিপিএলে

ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস এবারের বিপিএলে খেলবেন ঢাকা ডমিনেটরসের হয়ে। চামিন্দা ভাসের অধীনে ঢাকা দলে খেলবেন রবিন।




এছাড়া দলটিতে বিদেশি হিসেবে রয়েছেন শান মাসুদ-আহমেদ শেহজাদের মতো ক্রিকেটাররা। রবিনের বিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে তার দল ঢাকা।

রবিন দাসের সাসেক্স শার্কসের বিপক্ষে ২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। এরমধ্যে গত মৌসুমে সাসেক্স শার্কস এবং গ্ল্যামারগানের বিপক্ষে ম্যাচের পাশাপাশি ২০২২ রয়্যাল লন্ডন কাপে আটটি ম্যাচের মধ্যে সাতটিতে খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠ গড়াতে যাচ্ছে শুক্রবার, ৬ জানুয়ারি থেকে।




উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

একনজরে ঢাকা ডমিনেটরস-

সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।




ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান গানি (আফগানিস্তান), রবিন দাস (ইংল্যান্ড), সালমান এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *