সর্বশেষ

বিপিএলে যা-তা অবস্থা, এরচেয়ে ডিপিএল ভালোভাবে হয়: সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শুরু হলেই আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকে বিভিন্ন প্রযুক্তি। বিপিএলে ডিআরএস থাকছে কিনা, জিঙ্ক বেল এবারও আছে কিনা, এলইডি স্টাম্প থাকবে তো? এর মধ্যে অনেক আশাই পূরণ হয় না দর্শকদের। যারা মাঠে বসে খেলা দেখতে পারেন না তাদের জন্য তাদের দুশ্চিন্তার আরেক কারণ হয়ে ওঠে বাজে ব্রডকাস্ট কোয়ালিটি।




যদিও প্রধান নির্বাহী হলে এই সব সমস্যা সর্বোচ্চ দুই মাসের মধ্যে সমাধান করে দিতে পারবে বলে জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার একদিনের জন্য গালফ ওয়েলের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন সাকিব।

নতুন এই দায়িত্ব নিয়ে বিপিএল নিয়ে নিজের হতাশার কথা উগড়ে দিয়েছেন তিনি। টাইগার অলরাউন্ডার মনে করেন স্বদিচ্ছা থাকলে ১৬ কোটি মানুষের দেশে বিপিএলের মার্কেট ভ্যালু এতো কম থাকতে পারে না। সাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয় বিপিএলের আমার বেশিদিন লাগবে না।




আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে, খুব বেশি হলে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’ প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে যেসব বিষয়ে পরিবর্তন আনবেন সেই বিষয়েও ধারণা দিয়েছেন সাকিব।

তিনি বলেন, এই পুরো সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’ বিপিএলের বর্তমান অবস্থাকে মার্কেটিং ফেইলার হিসেবে দেখছেন সাকিব।




তার ভাষ্য, ‘সেই জায়গা থেকে আমার ধারণা এটা মার্কেটিংয়ের জায়গা থেকে বড় একটি ফেইলার। যে কারণে আমরা সেই রকম একটা বাজার তৈরি করতে পারিনি। (ডিআরএস নেই) বাজে সঙ্কট সম্ভবত। স্বদিচ্ছা থাকলে কোনো কিছু থেমে থাকার কারণ দেখি না। আমি তো কোনো কারণই দেখি না ডিআরএস না থাকার, তিন মাস আগে ড্রাফট বা অকশন না হওয়ার এবং দলগুলো ২ মাস আগে ঠিক হবে না। খেলোয়াড়রা এভেইলেবল থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *