সর্বশেষ

খেলার বাইরে থাকলেও বিপিএলের জন্য মানসিকভাবে প্রস্তুত মাশরাফি

রাত পোহালেই মাঠে গড়াচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নবম আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের আগের দিন মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠে অনুশীলন করেন সিলেটের অধিনায়ক মাশরাফি। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারকা এই ক্রিকেটার।




যদিও অনেক দিন ধরে খেলার বাইরে রয়েছেন মাশরাফি। সে কারণে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বোলিং করতে কতটা তৈরি বোলার মাশরাফি? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, এটা কঠিন প্রশ্ন…ম্যাচও খেলিনি। ম্যাচ থেকেই রেডি হতে হবে। মানসিকভাবে ঠিক আছি। কিন্তু এমন তো না যে আপনি মানসিকভাবে ঠিক থাকলে আপনার স্কিল ঠিক থাকবে।




দেখা যাক আল্লাহ ভরসা। বিপিএল ইতিহাসে কয়েকবার অংশগ্রহণ করলেও দল হিসেবে তেমন অর্জন নেই সিলেটের। এদিকে বিপিএল ইতিহাসে মাশরাফি একেই জিতেছেন চারটি শিরোপা। সাংবাদিকদের প্রশ্ন ছিল, সেক্ষেত্রে এবার কেমন করবে সিলেট, কী মনে হচ্ছে এবার। মাশরাফি বলেন, এটা তো বলা কঠিন।

তবে ওয়েল অরগানাইজ দল মনে হচ্ছে। আপনি দেখেন যারা কোচিং স্টাফ আছে, খেলোয়াড়রা আছে, সবার ভেতরে কম্বিনেশনটাও ভালো। আসলে দিন শেষে মাঠে তো ভালো খেলতে হবে। আশা করছি এ বছর একটা ভালো কিছু করতে। তিনি বলেন, সব দলই তো শিরোপা জয়ের জন্য খেলে।




আমারাও অবশ্য তার ব্যতিক্রম কিছু না। বলে-কয়ে তো হবে না। ম্যাচ বাই ম্যাচ দিনশেষে তো মাঠে ভালো খেলতে হবে। এটা তো মোমেন্টামের খেলা। শেষের দিকে না তাকিয়ে শুরু থেকে ভালো করার চেষ্টা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *