সর্বশেষ

সাকিবের ‘বিপিএল জ্ঞান’ নিয়ে সন্দেহ আছে বিসিবির সিইও

রাত পোহালেই বিপিএলের নতুন আসরের পর্দা উঠবে। কিন্তু মাঠে বিপিএল গড়াচ্ছে অথচ কোনো উত্তাপ নেই। সব আয়োজন, দৌড়ঝাঁপ যেন শুধুমাত্র শের-ই-বাংলা স্টেডিয়াম কেন্দ্রিক।




বিপিএলের মত বড় টুর্নামেন্টের শুরুর আগে নানা তর্ক এটা নতুন বিষয় নয়। প্রতিবারই হয়ে থাকে এবারও হচ্ছে। গতকাল পর্যন্ত দুই দলের জার্সি ছিল না। বিসিবি ব্যবস্থা করতে পারেনি ডিআরএসের। অফিসিয়াল ট্রফি উন্মোচনে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতি বিপিএলের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। বিসিবির সদিচ্ছার অভাব,




পরিকল্পনার ঘাটতি, বাণিজ্যিকভাবে লাভবান না হওয়া বিসিবির সাংগঠনিক ব্যর্থতা বলে মনে করেন সাকিব। সাকিবের এমন কড়া সমালোচনায় বিসিবি কোনো প্রতিক্রিয়া দেখায়নি।




তবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার বোর্ড নিয়ে সরাসরি এমন মন্তব্য করায় ভেতরে ভেতরে ফুঁসছে বলেই জানা গেছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে সাকিবের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তাতে অনেকটাই পাশ কাটিয়ে গেছেন তিনি।

তবে সাকিব বিপিএল সম্পর্কে কতটুকু তথ্য জানেন সেই প্রশ্নও তুলেছেন তিনি। বোর্ডের সিইও বলেছেন, “আমি নিশ্চিত নিই যে, তিনি (সাকিব) কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য উনার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে এসব কথা উনি বলতেন কী না, আমার সন্দেহ। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *