সর্বশেষ

গান শুনিয়ে ছোট্ট ইউভনকে ঘুম পাড়াচ্ছেন মা-শুভশ্রী! ভাইরাল সেই মিষ্টি ভিডিও

বর্তমানে টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। ২০২২ সালটি তার জন্য ছিল লাকিচ্যাম্প। একাধিক ভিন্ন স্বাদের সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছিলেন তিনি।




তবে নিজের ক্যারিয়ার গড়তেই তিনি শুধু ব্যস্ত তা নয়, অপর থেকে ঘর, সংসার, সন্তান সবকিছুই সামলান। একাধারে যেমন তাকে দেখা যায় ঘরে পূজোর কাজ সামলাতে, অন্যদিকে ছেলে ইউভানকেও নিজের হাতেই বড় করছেন অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’।

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়শই দেখা যায়, কখনো ছেলেকে তিনি পড়াতে বসিয়েছেন; কখনো বা তাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন। ছোটখাটো নানান তথ্য ছেলের কাছে খুব সহজে তুলে ধরছেন।




যার ফলে সর্বদাই নেটদুনিয়ায় প্রশংসিত হয়ে থাকেন তিনি। তবে সম্প্রতি এক ভিন্ন স্বাদের ভিডিওর মাধ্যমে, দর্শক মনে এক আলাদাই জায়গা করে নিলেন তিনি।

শুভশ্রীর এক ভিডিওতে দেখা গেছে, বাড়ির সামনে খোলা জায়গায় গাছের ডালে বাঁধা দোলনাতে ছেলেকে নিয়ে দুলছেন তিনি। তবে শুধু যে তিনি দুল ছিলেন তা না, ছেলেকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছিলেন। তার কন্ঠে শোনা গেছে পুরোনো দিনের মায়েদের মতনই ‘বুলবুল পাখি’ গানটি।




ওপর দিকে ছোট্ট ইউভান, মায়ের বাহুডোরে শান্তিতে ঘুমের জগতে প্রবেশ করেছে। শুভশ্রীর পরনে ছিল কালো রঙের সোয়েট শার্ট এবং ডেনিম। অপরদিকে ইউভান পরেছিল কালো রঙের প্যান্ট এবং আকাশি রংয়ের সোয়েট শার্ট। তার হাতে ছিল একটি খেলনা সাইকেল।

সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে এই ভিডিওটি। নেটিজেনদের মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স। কেউ জানিয়েছে, “এটি নেটদুনিয়ার আজকের সেরা ভিডিও”।


কেউবা বলেছে, “আপনাকে স্যালুট আপনি আপনার ছেলেকে দারুন শিক্ষা দিচ্ছেন”। অপর একজন বলেছে, “এখনকার দিনে স্টারকিডরা সাধারণত পরিচালিকার কাছেই মানুষ হয়। তবে আপনাকে দেখে ভালো লাগলো, আপনি ওর কাছাকাছি রয়েছেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *