সর্বশেষ

ফিরছেন ‘মহাগুরু’ মিঠুন

দীর্ঘ দশ বছর পর টিভি পর্দায় মহাগুরুর আসনে ফিরছেন জনপ্রিয় অভিনেতা এবং ডান্সার মিঠুন চক্রবর্তী। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে দেখা যাবে এ ‘ডিসকো কিং’কে। সর্বশেষ দেবের ‘প্রজাপতি’ ছবিতে দেখা গেছে এ গুণী অভিনেতাকে। রুপালি পর্দায় এ সিনেমার সাফল্যের পর এবার ছোট পর্দাতেও বাজিমাত করতে চলেছেন তিনি।




সম্প্রতি জি বাংলা চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনের প্রোমো। ওই প্রোমোতে দেখা গেল মিঠুন চক্রবর্তীর ঝলমলে উপস্থিতি। ৭১ বছর বয়সেও এ তারকায় পর্দায় এমন উজ্জ্বল উপস্থিতি দেখে দর্শকরাও বেশ খুশি।




‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন প্রোমোতে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, দশ বছর পরে ফিরে এলেন তিনি নিজেরই ঘরে। ইতোমধ্যেই সে প্রোমোতে জমা পড়েছে নেটিজেনদের কমেন্ট। কমেন্টে কেউ লিখেছেন, ‘একদম মিঠুনদা ছাড়া ডান্স বাংলা ডান্স মানায় না।’

কেউ আবার লিখেছেন, ‘মিঠুন স্যার, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। অবশ্যই দেখব ডান্স বাংলা ডান্স।’ ইতিবাচক এসব মন্তব্য দেখে সহজেই বোঝা যাচ্ছে,




এখনও মহাগুরুর ক্রেজ বিন্দুমাত্র কমেনি টেলিভিশন দর্শক মহলে। টিজারের ঝলকে বলা হয়েছে, খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় মিঠুনের নতুন সিজন আসছে এই রিয়ালিটি শোয়ের। তবে করে থেকে নাচের এই সিজন শুরু হতে চলেছে তা এখনও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *