সর্বশেষ

আমি তাকে পরশুদিনই বললাম, আমি চাই তুমি ক্রিকেট বোর্ডে আসো : নাজমুল হাসান পাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে দেখতে চান। তবে এই মুহূর্তে মাঠের খেলা চালিয়ে যাওয়ার জন্য সেটি হচ্ছে না এটা তো নিশ্চিত।




বিসিবির কোন পদে থাকতে হলে সবার প্রথমে ক্রিকেট থেকে অবসর নিতে হবে। তবে মাশরাফি বিন মুর্তজা যদি বিসিবি তে কাজ করতে চান তাহলে তাকে সুযোগ তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কিছুদিন আগে মাশরাফি জানিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সাথে কাজ করতে আগ্রহী তিনি।

তবে বর্তমানে তিনি যেখানে রয়েছে সেখান থেকে বোর্ডের সময় দেওয়া কিছুটা অসম্ভব বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ডের মাশরাফিকে চান বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।




সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক নোমান মাহমুদের ইউটিউব চ্যানেলে এক বিশেষ সাক্ষাৎকারের নাজমুল হাসান পাপন বলেন, “মাশরাফিকে আমরাও চাই, কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য।

তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে। ও সময় দিতে পারবে কিনা।” “কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই।




এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।” বোর্ড চাইলে মাশরাফিকে কেন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয় না তা জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। কদিন আগের উদাহরণ দিয়ে বোর্ড সভাপতি বলেন, “আমি তাকে পরশুদিনই বললাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কিনা।

এর চেয়ে বেশি আর কি বলব। এখন আপনারা বলতে চাচ্ছেন আমি কেন লিখিত দিলাম না। কিসের লিখিত দিব? এভাবে তো লিখিত দেয়া যায় না”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *