বিপিএল শুরু হবে কিন্তু বিতর্ক বা ভুল থাকবে না সেটি যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নবম আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা গিয়েছিল দৃষ্টিকটু অনেক ভুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম শিটে খেলোয়াড়দের নামের বানান ভুলসহ অনেক অসংগতি চোখ এড়ায়নি কারো। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম শিটেও ভুল।
ফ্র্যাঞ্চাইজিটির তারকা বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নামের পাশে লেখা রয়েছে ব্যাটার। সোমবার (৯ জানুয়ারি) আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ইমরুল কায়েসের কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাশরাফীরা।
প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের ভরসা হয়ে থাকবেন লিটন ও ডেভিড মালানের মতো তারকা ব্যাটাররা।
এ ছাড়া বল হাতে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত মুস্তাফিজরা। অন্যদিকে, কাগজে কলমে সেরা দুইয়ের তালিকায় ছিল না সিলেটের নাম। কিন্তু দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফীর ছোঁয়ায় সেই সিলেট যেন রূপকথা লিখছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে উড়িয়ে দাপুটে শুরুর পর সবশেষ হাই-ভোল্টেজ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে সিলেট।
ক্যারিশম্যাটিক নেতৃত্বে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি বল হাতেও ছন্দে আছেন মাশরাফী। দীর্ঘ ৮ মাস পর প্রতিযোগিতামুলক ক্রিকেটে ফেরার পর দুই ম্যাচে ৪ উইকেট দখল করেছেন।
সিলেটকে টুর্নামেন্টের ফেবারিটদের তালিকায় আনতে বড় ভূমিকা রাখছেন দেশি তরুণ ক্রিকেটাররাও। শনিবার (০৭ জানুয়ারি) রাতে সাকিবের ঝোড়ো ইনিংসে গড়া বরিশালের ১৯৪ রানের পাহাড় সমান স্কোর টপকে দুর্দান্ত জয়ে রাঙিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটির জয়ের মূল রূপকার ছিলেন তরুণতুর্কি তৌহিদ হৃদয় আর জাকির হাসান। সেই সঙ্গে নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমও প্রতিশ্রুতিশীল ইনিংস খেলেছেন।