বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। বিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচের মাইল ফলক স্পর্শ করলেন মুশফিক। বিপিএলের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটর্স এবং সিলেট স্ট্রাইকার্স।
এই ম্যাচের মধ্য দিয়ে বিপিএলে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। বিপিএলে এখন পর্যন্ত ১০০ ম্যাচে ৯৩ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮২ রান করেছেন মুশফিকুর রহিম। রয়েছে ১৬ টি হাফ সেঞ্চুরি।
এছাড়াও বিপিএলে মুশফিকের স্ট্রাইক রেট ১৩৩.৩৬। এক ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ও পরাজিত ৯৮ রান। বিপিএলের ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরে রয়েছেন এনামুল হক বিজয় (৯৬), মাশরাফি বিন মুর্তজা (৯৫), ইমরুল কায়েস (৯৪), মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান (৯৩) ও মোহাম্মদ মিঠুন (৯১)।
তবে বিপিএলে এখনো পর্যন্ত শিরোপা জিততে পারেনি মুশফিকুর রহিম। একবার তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল তার দল। কিন্তু শিরপো ছোঁয়া হয়নি তার। তবে এবার ভালো শুরু করেছে তার দল সিলেট স্ট্রাইকার্স। যেখানে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বে প্রথম তিন ম্যাচে জয়লাভ করেছে তারা।