সর্বশেষ

তৌহিদ, জাকির এবং শান্তর ব্যাটিংয়ের দারুণ প্রশংসা করলেন সাকিব

বিপিএল এর প্রথম পর্ব শেষের সবচেয়ে বেশি নজর কেড়েছে সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটাররা। বিশেষ করে সিলেটের তিন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তৌহিদের হৃদয় এবং জাকির হাসানের ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। তাইতো এই তিন ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।




সংবাদ মাধ্যমকে সাকিব বলেছেন, “অনেকেই ভালো খেলছে, ধারাবাহিকভাবে আপনি যদি দেখেন শান্ত, জাকির, হৃদয় খুবই ভালো খেলছে এবং অন্য দলের খেলোয়াড়রাও ভালো করছে।”

এবারের বিপিএলের টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন তৌহিদের হৃদয়। ৬৬ গড় ও ১৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেছেন তিনি! সবশেষ ম‌্যাচে ৮৪ রানে আউট হয়েছেন হৃদয়। সিলেটের চার জয়ের তিনটিরই নায়ক এ ব‌্যাটসাম‌্যান। এছাড়া জাকির ব‌্যাটিং করছেন ১৭৫ স্ট্রাইক রেটে।




যেখানে তার ইনিংসগুলো হচ্ছে এরকম- ২১ বলে ২৭, ১০ বলে ২০, ১৮ বলে ৪৩ রান। টি-টোয়েন্টিতে ছোট কিন্তু কার্যকরী ইনিংসগুলোই বড় পার্থক‌্য গড়ে দেয়। শান্ত ওপেনিংয়ে নেমে ৪৩, ৪৮, ১৯ ও ৫৭ রান করেছেন। একশরও বেশি তার স্ট্রাইকরেট।

এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা জাকের আলী অনিক এক ম‌্যাচে ৪৩ বলে ৫৭ রান তুলে নিজের সামর্থ‌্যের জানান দিয়েছেন। ভালো মানের উইকেট পাওয়ায় তরুণরা শট খেলতে আত্মবিশ্বাসী হচ্ছেন। এ সুযোগগুলো কাজে লাগানোয় খুশি সাকিব, “সব থেকে ভালো দিক হচ্ছে স্থানীয় ব‌্যাটসম‌্যানরা এবার ভালো রান করছে, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক”।




“অনেক কৃতিত্ব দিতে হয় পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে, কারণ পিচগুলো ভালো পাওয়া যাচ্ছে, এ কারণে আমার মনে হয় দেশীয় ব‌্যাটসম‌্যানরা রান করার সুযোগটা বাড়ছে এবং তারা সেটাকে পুঁজি করছে, সে দিক থেকে অবশ্য ভালো একটা বিষয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *