৮ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন দেশের ক্রিকেটের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আন্তর্জাতিক ক্রিকেটকে একপ্রকার বিদায় বলে দিয়েছেন তিনি।
এটি হয়তো তার বিপিএলের শেষ টুর্নামেন্ট। কিন্তু মাশরাফি যে ৮ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সেটি তার পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই।
বিপিএলের এবারের আসরে প্রথম পর্ব শেষে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ঢাকায় হওয়া ৪ ম্যাচে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সমান উইকেট ঢাকা ডোমিনেটরস পেসার আল আমিন হোসেনের।
৪ ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১১২ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সেরা বোলিং ফিগার, ৩/৪৮। ইকোনমিক রেট ৭.৪৬। অন্যদিকে ঢাকা ডোমিনেটর্সের পেসার আল আমিন হোসেনও ৭ উইকেট পেয়ে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে।
তবে আল আমিন ৭ উইকেট পেয়েছেন ২ ম্যাচ খেলেই। সেরা বোলিং ফিগার ৪/২৮। উইকেট শিকারে সিলেটের আরও দুজন বোলার আছেন ওপরের দিকে। দুজনই পেসার। প্রথমজন মোহাম্মদ আমির। আর দ্বিতীয় জন রেজাউর রহমান রাজা।