সর্বশেষ

বিপিএল ছেড়ে আইএল টি-২০ খেলতে গেলেন মালান-রাজারা

ঢাকা পর্ব শেষ হতেই বিপিএল থেকে বিদায় নিয়েছেন পাঁচ বিদেশি ক্রিকেটার। আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে উড়াল দিয়েছেন তারা। আগে থেকেই শঙ্কা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময় শুরু হওয়া আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) খেলতে যেতে পারেন কয়েকজন বিদেশি ক্রিকেটার।




শেষ পর্যন্ত বিপিএলের চলতি নবম আসরে খেলতে আসা পাঁচ বিদেশি ক্রিকেটার মাঝপথেই বাংলাদেশ ছাড়লেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে যে পাঁচ বিদেশি ক্রিকেটার বাংলাদেশ ছেড়েছেন তারা বিপিএলে খেলেছেন দুই দলের হয়ে।

এর মধ্যে তিনজনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের- ডেভিড মালান, মোহাম্মদ নবি ও ফজল হক ফারুকি। আর বাকি দুইজন রংপুর রাইডার্সের- সিকান্দার রাজা ও বেনি হাওয়েল। আগামী ১৩ জানুয়ারি শুরু হবে আইএল টি-টোয়েন্টি লিগ। যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কুমিল্লা ও রংপুর প্লে-অফে নিজেদের টিকিট কাটতে না পারলে,




এই পাঁচ বিদেশি ক্রিকেটারের আর বিপিএলে ফেরার কোনো সম্ভাবনা নেই। ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে পাড়ি জমানো দলগুলোর সাথে দেখা যায়নি তাদের। চলতি বিপিএলে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে রংপুর ও কুমিল্লা। যেখানে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রংপুর।

বিপরীতে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কুমিল্লা। বিপিএল শুরুর আগেই কুমিল্লা সমর্থকেরা ভেবেছিলেন এবারও ভালো করবে দল। কারণ দলে তারকার অভাব নেই। কিন্তু সেভাবে নবম আসরে নিজেদের মেলে ধরতে পারেনি তারা।




ঢাকা পর্বের পর চট্রগ্রামে যে দারুণ কিছু করবে তার আগেই দলের তিনজন বিদেশি ক্রিকেটার না থাকায় এক প্রকার ধাক্কাই খেলো ইমরুল কায়েসের দল।

কুমিল্লার পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টি লিগ খেলতেই বিপিএল ছেড়েছেন মালান-নবিরা। তাদের পরিবর্তে পাকিস্তানি পেসার হাসান আলি ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়াল্টন দলে যোগ দেবেন বলে জানায় কুমিল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *