সর্বশেষ

১০ বছরের বিরতি, ‘প্রজাপতি’-র সাফল্যের পরে এবার ছোটপর্দায় প্রত্যাবর্তন মিঠুনের

তাঁর ছবির সাফল্য কার্যত অপ্রতিরোধ্য। সদ্য মুক্তি পাওয়া প্রজাপতি (Projapoti) ইতিমধ্যেই বক্স অফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। আর এবার ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র।




নাচের মঞ্চে ফের বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতামূলক নাচের মঞ্চে দীর্ঘদিন ধরে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল মিঠুনকে। সেখানে তাঁর নাম দেওয়া হয়েছিল মহাগুরু (Mahaguru)। আর ১০ বছর পরে সেই মহাগুরু হয়েই নাচের মঞ্চে ফিরছেন মিঠুন।




সদ্য চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতামূলক শো-এর প্রোমো। কবে থেকে এই শো সম্প্রচারিত হবে তা এখনও জানানো হয়নি। তবে মিঠুনকে দেখা গিয়েছে ‘মহাগুরু’-র বেশেই। ছবি মুক্তি পেয়েছে ২৩ ডিসেম্বর ২০২২। প্রথম রবিবার ২৫ ডিসেম্বর, দ্বিতীয় রবিবার ১ জানুয়ারি।




উৎসবের মরসুমে এমনিতেই সিনেপ্রেমীরা হলমুখী হয়েছিলেন। তার ওপর যদি ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তী জুটি থাকে তাহলে তো হলে ভিড় বাড়বে বলাই বাহুল্য। সঙ্গে আবার মিঠুন ও মমতা শঙ্করের রসায়ন, তাও এত বছর পর। ছবি যে দর্শকের মন জয় করতে পেরেছে সেই উত্তর দিয়েছে বক্স অফিস কালেকশন। প্রসঙ্গত, ‘প্রজাপতি’ ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে।


রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ ‘নন্দন’-এ এই ছবি মুক্তি পায়নি। শুরু হয় রাজনৈতিক তরজা। অভিযোগ ওঠে ছবিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকায় তা নন্দনে আনা হয়নি। তবে সেই বিতর্ক পাশে সরিয়েই দর্শকের মন জয় করে চলেছে দেব ও মিঠুনের ‘প্রজাপতি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *