ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বর্তমান সময়ে একমাত্র সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে ছাড়া নিয়মিত দেখা যায় না কোন বাংলাদেশী ক্রিকেটারকে। তবে এবারের আসরে তাদের দুজন ছাড়াও সুযোগ পেয়েছেন জাতীয় দলের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ জুলিয়ান উড বিশ্বাস করেন, বিপিএলের পারফরম্যান্স দিয়ে আইপিএলের দরজা খুলে যেতে পারে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। সেজন্য বিপিএলে তরুণদের অনবদ্য পারফরম্যান্স করার পরামর্শ দিয়েছেন এই ইংলিশ কোচ। বিপিএলের খেলার মান নিয়ে বরাবরই থাকে নানা প্রশ্ন।
বিশেষ করে মিরপুরের উইকেটের যে টি-টোয়েন্টি খেলার যোগ্য নয় এটা দেশের ক্রিকেটের অনেকেই স্বীকার করে নেবেন। তবে এবার বিপিএলে মিরপুরের উইকেট যেন পাল্টে গেছে। যেখানে প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা।
তাইতো বিপিএলকে তরুণ ক্রিকেটারদের আইপিএল ক্যারিয়ার গড়ার ভিত বলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ জুলিয়ান উড। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ বলেছেন, “আমার মতে, আইপিএল সবকিছুর চূড়ায়। এটা অসাধারণ। সেখানে যে মানের ক্রিকেট হয়, তা অবিশ্বাস্য।
ওখানের সংশ্লিষ্টরা অনেক মানসম্পন্ন। সেদিক থেকে বিপিএল হলো ভিত গড়ার মতো। যেকোনো তরুণ ক্রিকেটারের জন্য আইপিএল পর্যন্ত যাওয়ার পথে এটি সিঁড়ির মতো।” উড উদাহরণ টেনেছেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েলের৷ পেস অলরাউন্ডার প্রথমে খুলনা টাইটান্সের হয়ে খেলতে আসেন। এরপর রংপুর রাইডার্সের হয়ে জেতেন শিরোপা৷ ধীরে ধীরে তার পারফরম্যান্স ভালো হতে থাকে।
এরপর আইপিএল, পিএসএলের দরজাও খুলে যায় তার। উড বলেছেন, “যদি এখানে ভালো করে তাহলে… যেমন: গত বছর (চট্টগ্রামের হয়ে) বেনি হাওয়েল ভালো করেছিল। এরপর সে পিএসএল খেলতে যায়, আইপিএলেও দল পায়। পাঞ্জাবের হয়ে যদিও ম্যাচ খেলতে পারেনি, তবে সেখানে ছিল। তো আমার মতে, আইপিএলসহ অন্যান্য লিগ খেলার জন্য তরুণ খেলোয়াড়দের দারুণ মঞ্চ এটি।”