সর্বশেষ

পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর আজম

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে ৩-০-তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গেও হেরেছে দলটি। এবার সেসব দায় গিয়ে পড়ল অধিনায়ক বাবর আজমের ওপর।




খারাপ পারফরম্যান্সের কারণে এবার তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। খবর ক্রিকেট পাকিস্তানের।

গত বছর পাকিস্তান একটা টেস্টও জিততে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান সাত নাম্বারে, ফাইনালের লড়াই থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে দলটি।




রমিজ রাজার জায়গায় পিসিবির দায়িত্বে আসা নাজাম শেঠি জাতীয় টেস্ট দলে পরিবর্তন চাইছেন।আর সবার আগে লাল বলের ক্রিকেটে বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে শান মাসুদকে আনতে চাইছে পিসিবি।




মিডল অর্ডার ব্যাটার শান মাসুদ এখন পাকিস্তানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কুয়েতে জন্ম বাঁ-হাতি ব্যাটার শান মাসুদ পাকিস্তানের হয়ে ২৮টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

সূত্র jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *